Google Ads (গুগল অ্যাডস) হলো গুগলের একটি অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, যা ব্যবসাগুলোকে তাদের পণ্য বা সেবা প্রচারের সুযোগ দেয়।

গুগল ব্যবহার করে আপনার কোম্পানির পণ্য বা সেবা খুব সহজে গ্রাহকরের কাছে পৌঁছে দেয়া অথবা ব্র্যান্ডিং ও ভিজিবিলিটি বৃদ্ধি করাই হচ্ছে গুগল মার্কেটিং।এটি মূলত Pay-Per-Click (PPC) মডেলের উপর ভিত্তি করে কাজ করে, যার মানে আপনি বিজ্ঞাপনের জন্য কেবল তখনই অর্থ প্রদান করেন যখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করে।

গুগল Ads কেন প্রয়োজন?

গোটা বিশ্বে গুগল অ্যাডস বা ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা অত্যন্ত বেশি এবং ক্রমাগত বাড়ছে।

মানুষ দিন দিন আরও বেশি অনলাইনমুখী হচ্ছে। ই-কমার্স, অনলাইন শিক্ষার মতো খাতগুলো দ্রুত সম্প্রসারিত হচ্ছে।গুগল অ্যাডস এবং SEO (Search Engine Optimization) এর মাধ্যমে ব্যবসায়ীরা সহজেই তাদের পণ্য ও সেবা প্রচার করতে পারছেন।বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে স্মার্টফোনের ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে গুগল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেখানোর সুযোগ অনেক বেশি হয়েছে।গুগল প্ল্যাটফর্ম ডেটা-ড্রিভেন মার্কেটিংয়ের মাধ্যমে সুনির্দিষ্ট গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ দেয়।গুগল অ্যাডসের মাধ্যমে বিনিয়োগের তুলনায় ভালো রিটার্ন পাওয়া যায়। তাই ব্যবসায়ীরা এটির দিকে ঝুঁকছেনছোট থেকে বড়, সব ধরনের ব্যবসার জন্য গুগল মার্কেটিং কার্যকর। এটি তুলনামূলক সাশ্রয়ী এবং ফলপ্রসূ।

কেন আমাদের গুগল Ads সার্ভিস নেবেন?

আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ গুগল অ্যাডস এক্সপার্ট। যারা আপনার ব্যবসার জন্য সঠিক মার্কেটিং প্ল্যান এবং বিজ্ঞাপনগুলি তৈরি করে সার্বক্ষণিক ট্র্যাক করবে, যাতে আপনি আপনার বিনিয়োগের সর্বোত্তম ROI পেতে পারেন। আমার আপনার ব্যবসার সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য নিবেদিত।

আপনি কি গুগল অ্যাডস নিয়ে একটি মিটিং করতে চান?

আমাদের অভিজ্ঞ গুগল অ্যাডস এক্সপার্ট টিম আপনার বাজেট এবং চাহিদা অনুযায়ী একটি সঠিক মার্কেটিং প্ল্যান তৈরি করে আপনার ব্যবসায় উন্নতির ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবেন।

গুগল অ্যাডস সম্পর্কিত কিছু প্রশ্ন:

একটি এড এঁর ডিউরেশন বা সময় এড এঁর বাজেটের ওপর নির্ভর করে। আপনি আপনার সুবিধামতো দিন নির্ধারন করে বাজেট খরচ করতে পারেন। দৈনিক যত খরচ করবেন, সেই অনুপাতে রেজাল্ট আসবে। সর্বনিন্ম প্রতিদিন ১ ডলার দেয়া যায়। মানে ৩০ ডলার দিয়ে সর্বাধিক ৩০ দিন ক্যাম্পেইন চালাতে পারবেন। তবে আপনি যদি আপনার এড শুরু থেকেই অপটিমাইজ করতে চান এবং তার থেকে একটা ভালো ফলাফল পেতে চান তবে আমাদের পরামর্শ হলো দৈনিক অন্তত ৩-১০ ডলার বরাদ্দ দিন যাতে একটি স্ট্যান্ডার্ড স্পিড বা ভালো লিড পাওযা যায়।গুগল আপনার বাজেটের পুরোটা খরচ করতে না পারলে এবং বাড়তি টাকা থেকে গেলে তা আমরা রিফান্ড করে থাকি।

একটি এড কতজন দেখবে বা কত রিচ হবে এর সুনির্দিষ্ট কোন সংখ্যা নেই। কারন এড পারফরমেন্স অনুযায়ী এবং গুগলের নিজস্ব কিছু পলিসি অনুযায়ী (কন্টেন্ট, ডেইলি বাজেট, এড কোয়ালিটি স্কোর, প্রতিদ্বন্দী এড- এর পরিমান ইত্যাদী) কারণে কম বেশী হয়ে থাকে।

সাধারনত আমরা যখন এড ম্যানেজার হতে কােন এড পাবলিশ করি তখন সেটা গুগল পর্যালোচনা বা যাচাই বাছাই করার জন্য রিভিউতে নিয়ে নেয়। রিভিউর এই সময়টি ৩০ মিনিট থেকে ২৪ ঘন্টার বেশিও হতে পারে, এতে চিন্তিত হওয়ার কোন কারন নেই। এটা করার কারন হলো গুগল এ্যাড এর কিছু নিয়ম কানুন রয়েছে যাকে বলা হয় গুগল এ্যাড পলিসি। আপনার পোস্ট বা কন্টেন্ট যদি তাদের এ্যাড পলিসি বিরোধি হয় তাহলে আপনার বিজ্ঞাপনটি বাতিল বা রিজেক্ট করে দেওয়া হবে, আর যদি তাদের এ্যাড পলিসি বিরোধি না হয় তাহলে বিজ্ঞাপনটি সাধারণত ২৪ ঘন্টার ভেতর একটিভ হয়ে যায়।